ভারতীয় গণমাধ্যমের দোষ চাপানো খবর বিশ্বাসের কোনো কারণ নাই : পররাষ্ট্র উপদেষ্টা

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্করতৈয়্যবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনা করছে বলে ভারতীয় সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করেছে, তা বিশ্বাস করার যৌক্তিকতা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবেই। কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না। খবর বিডিনিউজের।

আওয়ামী লীগের চিঠির প্রসঙ্গ ধরে এক প্রশ্নে তিনি বলেন, যে কেউ যে কোনো কিছু নিয়ে জাতিসংঘে অ্যাপিল করতে পারে। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে আমরা তখন সেটা দেখব। এখন আমাদের কিছু বলার নাই।

জাতিসংঘকে পাঠানো চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিতের, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগের পাঠানো চিঠির বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার এবং সংস্থার মুখপাত্র বরাবর ইমেইল পাঠিয়ে তাদের জবাব পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারও হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে : খসরু
পরবর্তী নিবন্ধবিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার