ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠীর সাথে আপোষ হবে না

স্মরণ সভায় গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান রাউজানের বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সব সময় স্বোচ্ছার ছিলেন ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। তিনি এই ইস্যুতে কোন আপোষ না করায় স্বৈরাচারী হাসিনা তাকে সম্পূর্ণ অন্যায় ও পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তিনি গতকাল শনিবার হলদিয়া ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন। এম খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক জে এ এম ইকবাল হাসান। বক্তব্য রাখেন নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মদ, আবুল কাশেম, এস এম কামাল উদ্দিন, মুন্সী মো. হারুন অর রশিদ, মো. শাহাজাহান শাকিল, সৈয়দ তৌহিদুল ইসলাম, আজিজ উদ্দিন মানিক, মোহাম্মদ মহিউদ্দিন, জামাল উদ্দিন তালুকদার, মঈনুদ্দিন বিপুল, মনসুর মাস্টার, আবদুল সালাম মাস্টার,ওমর ফারুক,ফোরকান বিন সোলায়মান, ইউসুপ তালুকদার, শহিদুল ইসলাম পারভেজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিটিজি ব্লাড ব্যাংকের ১৩তম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক অধিকার দমনে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে