ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড কোহলির

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

এ মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু টেস্টে ১৩ ইনিংস ধরে সেঞ্চুরি েেনই বিরাটের। ক্যারিয়ারের আর কখনই এবারের মতো এত দীর্ঘ সময় সেঞ্চুরি খরায় কাটেনি ভারতীয় রানমেশিনের। এরই মধ্যে গত ৫ ইনিংসে কোহলি শূন্যরানেই আউট হয়েছেন ২ বার। এর মধ্যে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি । সেই হিসেবে ৪ ইনিংসের অর্ধেকটাই শূন্যতে সাজানো। সর্বশেষ শূন্যটি আসলো আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে। আর এরফলে লজ্জার এক রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড। টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শূন্য মহেন্দ্র সিং ধোনির ৮টি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধরোটারি ডে ক্রিকেট কার্নিভ্যাল সম্পন্ন