ভারতীয় উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজডুবি

কেরালায় সতর্কতা

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার উপকূলে আরব সাগরে তেল ও বিপজ্জনক পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিডিনিউজের।

বিবিসি জানায়, এমএসসি এলসা ৩ নামের জাহাজটি বিঝিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা করেছিল।

কিন্তু রোববার ভোরের দিকে কেরালার কোচি উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে আরব সাগরে জাহাজটি কাত হয়ে ডুবে যায়।

জাহাজটিতে থাকা ৬৪০টি কন্টেইনারের মধ্যে ১৩টিতে বিপজ্জনক পণ্য ছিল। ১২টি কন্টেনারে ক্যালসিয়াম কার্বাইড ছিল। তাছাড়া, জাহাজের ট্যাঙ্কে জ্বালানি হিসাবে ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ছিল এবং ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল ছিল।

আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনার ফলে কোনও কন্টেইনার ফুটো হয়ে থাকলে সাগরের ওই স্থানে বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এর ফলে পরিবেশের ক্ষতি হতে পারে। ভারতীয় কোস্ট গার্ডের ইন্সপেক্টর জেনারেল বিশম শর্মা বলেন, তারা ভেবেছিলেন জাহাজটি স্থির থাকবে। কিন্তু, জাহাজের ভেতরে পানি ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়। তিনি জানান, জাহাজে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৭৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধট্রাম্পের হুমকির মুখে কানাডার পাশে রাজা চার্লস