বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে দারুণ ছন্দে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জিতেছে। এরপর থেকে সংশ্লিষ্টদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। কিন্তু ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি। আগামীকাল ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরীফুল। গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ভারতকে হারাতে পারব। আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরিফুল। তিনি বলেন আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করেছি। আশা করছি ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে। একটা সময় আমরা একাধিক পেস বোলার নিয়ে একাদশ সাজাতে ভয় পেতাম। এখন আমরা তিনজন, এমনকি চারজন পেসার নিয়েও দল গঠনের স্বপ্ন দেখি। আমাদের পেস বোলিং ইউনিট বেশ শক্তিশালী। দলের নাহিদ রানা ১৫২ কিলো মিটার গতিতে বল করে বিস্ময় সৃষ্টি করেছে। তার আরো জোরে বল করার সামর্থ রয়েছে। তাসকিন, হাসান মাহমুদ, খালেদ আহমেদরা দলের জন্য এখন বড় ভরসার নাম। তাই ভারতের মাটিতে ভারতকে হারানোর বড় সুযোগ রয়েছে আমাদের। যদিও আমরা এখনো ভারতের বিপক্ষে কোন টেস্ট জিততে পারিনি। আশা করছি সে অপ্রাপ্তি গুছবে এই ভারত সফরে। দলের সাথে না থাকলেও দলের জন্য শুভকামনা করলেন শরিফুল।