ভারতকে ফেভারিট মানছেন বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত বেশ শক্তিশালী এক দল। শুধু তাই নয় দলটির একাদশ সাজানো কঠিন ভারতের টিম ম্যানেজমেন্টের জন্যও। তবে তাদের সমস্যাটি মধুর। কাকে রেখে কাকে বাদ দেবে সেটা নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। শক্তির এই গভীরতার কারণেই এবারের এশিয়া কাপে রোহিত শর্মার দলকে ফেভারিট বলছেন বাংলাদেশের টেকনিক্যাল কানসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তিনি ভারতের হয়ে খেলেছেন মাত্র ৮টি ওয়ানডে ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে যদিও তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। তবে শ্রীরাম কোচ হিসেবে আলাদা জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটে। আইপিএলে তার প্রবল চাহিদা। কয়েকটি দলে কাজ করেছেন তিনি। করে চলেছেন এখনও। কোচ হিসেবে তার উপযোগীতা আছে বলেই ভারতীয় হওয়ার পরও অস্ট্রেলিয়া জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ৬ বছর ধরে। এশিয়া কাপ শুরুর আগে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট সরাসরিই বলে দিলেন এবারের এশিয়া কাপে ট্রফির সবচেয়ে বড় দাবিদার ভারতীয় দলই। ভারত অবশ্যই ফেভারিট হিসেবে শুরু করছে তাদের শক্তির গভীরতার কারণে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ ফাইনালে জাপান এবং স্পেন
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভারতীয় একাদশ ফাঁস