ভারতকে চাপে ফেললেন অস্ট্রেলিয়ার বোল্যান্ড

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়া খেলতে নেমে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি ভারত। ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ও সিরিজে ভারতের মূল বোলিং ভরসা জশপ্রীত বুমরাহও। এরপর স্কট বোল্যান্ডের দারুণ বোলিংয়ে ভারতকে চাপে রেখে দিন পার করেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে রয়েছে ১৪৫ রানে। তবে ৬ উইকেটে ১৪১ রান তুলে দিন শেষ করেছে তারা। বাকি ৪ উইকেটের মধ্যে বুমরাহর মাঠে নামার সম্ভাবনা কম। ফলে ভারতের হাতে আছে আসলে ৩ উইকেট। স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল রবীন্দ্র জাদেজা। ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। এর আগে প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। যার জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ করতে পেরেছে অস্ট্রেলিয়া। বল হাতে আজও আগুন ঝরিয়েছেন ভারতীয় পেসার বুমরাহ। অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ২টিই তার দখলে যায়। অজিদের ইনিংসের ৩১তম ওভারে শেষবার বোলিং করেন বুমরাহ। ওই ওভারেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যান করাতে হাসপাতালেও নেওয়া হয় তাকে। তিনি যখন বের হয়ে যান, তখন অস্ট্রেলিয়ার হাতে ছিল ৫ উইকেট। কিন্তু পরের ২০ ওভারে বাকি উইকেট তুলে নিয়েছেন বুমরাহর সতীর্থ বোলাররা। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ভারত। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের জুটিতে আসে ৪২ রান। কিন্তু এরপর একে একে চলতে থাকে উইকেট পতনের মিছিল। একসময় ১২৯ রান তুলতেই ষষ্ঠ উইকেট হারায় ভারত। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি ()। বিপর্যয়ের মুখে পাল্টা আক্রমণ করেন ঋষভ পন্থ। মাত্র ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। টিটোয়েন্টি ধাঁচের ইনিংসটি ৪টি ছক্কা ও ৬টি চারে সাজানো। ২৩তম ওভারে প্যাট কামিন্স ফেরান পন্তকে। মূলত সেখানেই শেষ হয় ভারতের বড় লিডের আশা। বল হাতে ৪২ রানে ৪ উইকেট তুলে নিয়ে ভারতের মূল সর্বনাশ করেছেন বোল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কেপিএল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এবার হারালো খাগড়াছড়িকে