এবারের বিশ্বকাপটা নদুর্দান্ত খেলছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটনটি ছাড়া আর কোন দলই স্পর্শ করতে পারেনি তাদের। গত বুধবার নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর এবার ভারতের মুখোমুখি হতে প্রস্ততি দলটি। আর সে ম্যাচের আগে এবারের বিশ্বকাপে একমাত্র অজেয় দল ভারতকে এক রকম হুমকিই দিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রাস ফন ডার ডুসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। আগামী রোববার স্বাগতিক ভারতের মোকাবেলা করার আগে ডুসেন তার সতীর্থদের প্রতি সতর্ক উচ্চারণ করে বলেছেন, ভারত শক্তিশালী দল হলেও এখানেই তাদের বিরুদ্ধে জয়ের অতীত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার রয়েছে। সুতরাং বিশ্বকাপেও ভারতকে মোকাবেলা করার জন্য তার দল পুরোপুরি প্রস্তুত। নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যে ৪ উইকেটে ৩৫৭ রনের বিশাল স্কোর গড়েছিল তাতে বড় অবদান ছিল ডুসেন এবং ডি ককের। দ্বিতীয় উইকেটে ডুসেন–ডি কক জুটি ২০০ রানের পার্টনারশিপ উপহার দেয়। জবাবে নিউজিল্যান্ড কখনই ঘুড়ে দাঁড়াতে পারেনি। দুই প্রোটিয়া পেসার মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজির দুর্দান্ত বোলিংয়ের সাথে স্পিনার কেশব মহারাজের ৪ উইকেটের সুবাদে নিউজিল্যান্ডের ইনিংস ১৬৭ রানেই থেমে যায়।