যুব এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা সামির মিনহাজ নিজের সেরাটা মেলে ধরলেন। রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে বিশাল সংগ্রহ এনে দেন এই ওপেনার। পরে বল হাতে আলো ছড়ান আলি রাজা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় কোনোরকম লড়াই–ই করতে পারল না ভারত অনূর্ধ্ব–১৯ দল। দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দাপুটে পারফরম্যান্সে তুলে নিয়েছে ১৯১ রানের বিশাল জয়। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে দ্বিতীয়বার শিরোপার স্বাদ পেল পাকিস্তান। ২০১২ আসরের ফাইনাল ‘টাই’ হলে ভারতের সঙ্গে ট্রফি ভাগাভাগি করে পাকিস্তান। প্রতিযোগিতাটির ফাইনালে এটিই সবচেয়ে বড় জয়। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ১৮৫ রানের জয় ছিল আগের রেকর্ড। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে সামির মিনহাজের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান। ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাজ। জবাবে আলি রাজার ৪ উইকেটে ভর করে ভারতকে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট করে দেয় পাকিস্তান। ৩৪৭ রানের নিচে চাপা পড়ে শুরুতেই যেন খেই হারিয়ে ফেলে ভারতীয়রা। ৩৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতের জুনিয়র ক্রিকেটাররা। আয়ুশ মাত্রে ২ রান করে আউট হন। ২৬ রান করেন অপর ওপেনার বৈভব সূর্যবংশি। অ্যারোন জর্জ ৯ বলে ১৬ রান করে আউট হন। বিহান মালহোত্রা ৭ রান, ভেদান্ত ত্রিবেদি করেন ৯ রান। ১৩ রান করেন অভিজ্ঞান কুন্ডু। ১৯ রান করেন খিলান প্যাটেল। সর্বোচ্চ ৩৬ রান করেন ১০ নাম্বার ব্যাটার দিপন দেবেন্দ্রন। আলি রাজা ৬.২ ওভারে ৪২ রান নিয়ে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান। ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯টি ছক্কার মারে ১৭২ রান করেন সামির মিনহাজ। আহমেদ হুসাইন করেন ৫৬ রান। উসমান খান করেন ৩৫ রান। ফারহান ইউসুফ করেন ১৯ রান। ৩ উইকেট নেন দিপেশ দেবেন্দ্রনাথ।












