ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচেই স্বাগতিক নেপালকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সাফ অনূর্ধ্ব১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার প্রবল প্রতিদ্বন্দ্বী ভারতকে তারা উড়িয়ে দেয় ৩১ গোলে। এই জয়ে সবার আগে চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুতে ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। যার ফলে ম্যাচের ৯ মিনিটেই আলপি আক্তারের গোলে এগিয়ে যায় লালসবুজরা। অনেকটা দূর থেকে নেওয়া আলপি আক্তারের শট ঝাপিয়ে তালুবন্দী করার চেষ্টা করেন ভারতের গোলরক্ষক সুরজমুনি কুমারি। তার হাতে লেগে বল জালে জড়ায়। অনেকটা ভাগ্যের জোরেই গোল পেয়ে যায় বাংলাদেশ। এ অর্ধে আর কোনো গোল হয়নি। প্রথমার্ধের এক গোলের লিড নিয়েই বিরতিতে খেলতে নামে বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারত। ৫৫ মিনিটে সমতায় ফেরে তারা। ডানপ্রান্তে প্রায় বাইলাইন থেকে আনুশকা কুমারীর সরাসরি শট দূরের পোস্টের ভেতরে লেগে গোল হয়। ৭৮ মিনিটে দারুণ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন নেপালের বিপক্ষে দুই গোল করা সুরভী আকন্দ প্রীতি। মধ্যমাঠ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করেন তিনি। এরপর বঙে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে লালসবুজ দলের মুখে আবারও হাসি ফিরিয়ে আনেন। ৮৯ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল করে ভারতকে ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে দেয়। অনন্যা মুর্মুর কর্নারে গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বলে চলে আসে পেছনে। সেখানে অন্য ডিফেন্ডারদের মাঝ থেকে অর্পিতা বিশ্বাস আলতো শটে জাল কাঁপিয়ে বাংলাদেশের পক্ষে স্কোর লাইন ৩১ এ নিয়ে আসেন। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এ টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। শেষ ম্যাচে বাংলাদেশ ৮ মার্চ ভুটানের বিপক্ষে মাঠে নামবে। ভুটান ২ ম্যাচ হেরে বিদায় নিয়েছে। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি হবে নিয়ম রক্ষার ম্যাচ। ভারত ও নেপালের ম্যাচের ফল নির্ধারণ করবে ফাইনালে কোন দেশকে পাবে বাংলাদেশ।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কোচ টিটু বলেন, আমরা যেভাবে সাধারণত খেলি, তা থেকে দ্বিতীয়ার্ধে কিছুটা বের হয়ে গিয়েছিলাম। ভারত স্কিলফুল দল, কিন্তু আপনি যখন ভালো ডিফেন্ডিং করবেন, তখন ভালো খেলোয়াড়ও সুবিধা করতে পারে না। প্রথমার্ধে কিন্তু ওরা তেমন কিছু করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লং বল, লং পাস দিয়ে করার চেষ্টা করেছে। খেলোয়াড়দের নিয়ে অবশ্যই আমি গর্বিত। একটি মাস ওরা কঠিন পরিশ্রম করেছে। দুই অর্ধ যদি তুলনা করা হয়, ম্যাচটা ছিল সমানে সমানে। আমরা হয়তো ম্যাচটা জিতেছি, তবে কিছু কিছু সময় ভারত অনেক শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ১১ হয়ে যাওয়ার পর। আমাদের কৌশলে কিছু পরিবর্তন করতে হয়েছিল। ফাইনালে ওঠার সব কৃতিত্ব মেয়েদের। তারা এই বয়সেই যে দায়িত্ববোধ মাঠে দেখাচ্ছে, আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। তবে কোচ টিটু মনে করিয়ে দিলেন, শিরোপা জয়ের কাজ বাকি এখনও। তিনি বলেন, মেয়েদের বলেছি, এখনও কিন্তু তোমরা ফাইনাল জিতে যাওনি। ফাইনাল অনেক দূর। তোমাদের ভালো খেলতে হবে। তবে, মনে রাখতে হবে ওদের বয়স মাত্র ১৬। এমন জয়ের পর ওরা আনন্দ করবে, উদযাপন করবে, সেটাতে বাধা দেওয়া উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম আসছেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধএম এ আজিজ স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট কাল