কেন যে আমাকে ডাকে তোমার গাছের ডালে পাখি
মাতৃহারা উঠোনের ঝরে পড়া গামারি ও জুঁই
সেলাইমেশিন জানে কী বেদনা গেঁথে রাখে সুঁই
আমাকেও ফুঁড়ে তোলে, অন্ধকার ব্যথার জোনাকি
প্রেমে অবিশ্বাস আছে! অবিশ্বাস নিজেকেও করি।
প্রত্যহ ঘুমের পরে সহজ জাগে না কোনো কথা
মহামোহঘোর দেহে, অনন্তঅগ্নির ব্যাকুলতা
অর্ধেক পুড়িয়ে এসে জলে ডুবি যেন পানকৌড়ি
দূরের অরণ্যে পাতা খসে পড়ে, শব্দ পাই- মনে
কেন যে তোমার জ্বরে পুড়ে যাচ্ছি- আমিও গোপনে!