ভাবলেই শিহরিত হই

মর্জিনা হক চৌধুরী পপি | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

স্বপ্ন মোড়ানো সাদা ব্যান্ডেজে। যতবারই ফেসবুকে তার সাদা ব্যান্ডেজে মোড়ানো মাথায় লেখাটা দেখি হাড় নেই, চাপ দিবেন না-ততবারই খারাপ লাগে। আর তখন চোখের সামনে ভেসে উঠে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আবরার কথা। আবরার মতন আজ মাহাদিও নোংরা রাজনীতির শিকার। চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবি এস ২য় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিব। প্রতিপক্ষের আঘাতে আজ সে মৃত্যুপথযাত্রী। জানি না তার ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। নাকি আবরার মতন তাকেও জীবন দিতে হবে। কুমিল্লা থেকে এসেছিলো বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য। বাবা মা কষ্ট করে লেখা পড়া শেখায় মানুষের মতন মানুষ হওয়ার জন্য। কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হবে। কোন বাবা মা চায় না তার ছেলে মেয়ে নোংরা রাজনীতির শিকার হয়ে করুণ অবস্থা হোক। প্রতিটা বাবা মা-ই চায় তার ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হয়ে দেশ ও দশের সেবা করুক। তেমনি মাহাদির বাবা মার ও তেমনই স্বপ্ন ছিলো। ছেলে ডাক্তার হবে দেশের সেবা করবে। কিন্তু আজ সেই আশা ও স্বপ্ন সাদা ব্যান্ডেজে মোড়ানো। আজ মাহাদির বাবা মার যেই ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। কত কষ্ট করে বাবা মা তার সন্তানকে লালন পালন করে লেখা পড়া শিখিয়ে এ পর্যন্ত এনেছে। ভাবলেই শিহরিত হই আমি। আমরা এমন রাজনীতি চাই না যেই রাজনীতি জীবন কেড়ে নেয়। আমরা এমন রাজনীতি চাই না যে রাজনীতি স্বপ্ন কেড়ে নেয়। আমরা চাই রাজনীতিমুক্ত শিক্ষাবান্ধব শিক্ষাঙ্গন। রাজনীতির চর্চা যদি আজ সঠিক ভাবে এগিয়ে যেত তাহলে হয়ত দেশ, শিক্ষাঙ্গন এমন পরিস্থিতিতে পড়তো না। যে সংগঠন কল্যাণের অজুহাতে ছাত্রসংগঠনের কাউকেই খুন করতেও কুণ্ঠাবোধ করে না, সেই সংগঠনের প্রয়োজনও নাই। আমি রাজনীতিবিদদের প্রতি আবেদন করছি আপনাদের ক্ষুদ্র স্বার্থে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করবেন না। এমনিই এই জাতি পিছিয়ে আছে বিশ্ব দরবারে। যদি একটু মনোযোগী হন, শিক্ষাক্ষেত্রে রাজনীতির পরিবেশ দিয়ে নয় বরং সুন্দর লেখাপড়ার পড়ার পরিবেশ সৃষ্টি করুন। তাহলে এখান থেকে দক্ষ মানবসম্পদ তৈরী হবে।

পূর্ববর্তী নিবন্ধঘুষ প্রথা থেকে বেরিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে