‘ভাত দিতে দেরি হওয়ায়’ মায়ের সাথে রাগ করে গলায় ফাঁস!

বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে নেজামুল হক (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নেজাম পৌরসভা ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর মাহাদার বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে। তিনি কালুরঘাট এলাকার এবালন ফ্যাশনের শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

নিহতের ভাই খোরশেদ আলম বলেন, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় আমার ভাতিজা হুমায়রা আমাকে ডাক দিয়ে বলে যে আমার ভাই (নেজাম) মাথা ঘুরে পড়ে গেছে। আমি ঘরে গিয়ে সাথে সাথে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তখনও আমার ভাই জীবিত ছিল। ডাক্তারদের অবহেলার কারণে আমার ভাই মারা গেছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ইসিজি করে নিশ্চিত হয়ে মৃত ঘোষণা করা হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা বোয়ালখালী থানার উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, লাশের শরীরে কোনো আঘাত নেই। তবে গলায় দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। পুলিশ তার মা ছকিনা বেগমের সাথে কথা বলে জানতে পারেনিহত নেজাম নেশা করতেন। সব সময় রেগে থাকতেন। মৃত্যুর আগে তিনি তার মায়ের কাছে ভাত চেয়েছিলেন। ভাত দিতে দেরি হওয়ায় রাগের মাথায় নেজাম গলায় ফাঁসি দেয় বলে জানায় তার মা।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছেসে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন
পরবর্তী নিবন্ধ‘নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর নির্যাতন বর্তমান সময়ের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা’