‘ভাত চাওয়ায়’ স্বামীকে মারধর স্ত্রীর, প্রতিবাদ করায় ভেঙে দিল ছেলের হাত

রাউজান প্রতিনিধি | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৩:৪৭ অপরাহ্ণ

বার্ধক্যজনিত কারণে উপার্জন অক্ষম হয়ে পড়েন মো. আবদুল্লাহ (৫০)। সকালে ভাত খেতে চেয়েছিলেন তিনি। ভাততো দিলেনই না বরং স্বামীকে মারধর করেন স্ত্রী সাজু বেগম।

বাবাকে ভাত না দিয়ে মারধর করার প্রতিবাদ করেন ছেলে মো. ওয়াহিদুল আলম (২৪)। প্রতিবাদকারী ছেলের হাতও ভেঙে দেওয়া হয়।

চিকিৎসা নিতে ভর্তি হতে হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলায়।

১৮ জানুয়ারি রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পটিয়াপাড়া গ্রামের জমির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সোমবার (২২ জানুয়ারি) বিকালে স্ত্রীসহ ৪জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে মো. আবদুল্লাহ।

তিনি জানান, শরীরে শক্তি নেই, কাজে যেতে পারিনা। তাই চাইলেও ভাত দেয়না, ভাত চাইলে মারধর করে স্ত্রী। আমার ছেলে প্রতিবাদ করায় তার হাত ভেঙে দিয়েছে।

তাই আমার স্ত্রীকে ১নং আসামি করে চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আহত ওয়াহিদুল আলম বলেন, বাবা ভাত চেয়েছিল, দেয়নি! উল্টো মারধর করে ঘর থেকে বের করে দেয়, আমি প্রতিবাদ করায় বহিরাগত কয়েকজনকে দিয়ে আমার মা আমার হাত ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনকে ফোন করা হলে তিনি চট্টগ্রাম নগরীতে অবস্থান করছেন জানিয়ে ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে রাউজান থানার ডিউটি অফিসারের নাম্বারে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে ডিউটি অফিসার মাঈন উদ্দিন পরিচয় দিয়ে বলেন, ছেলের হাত ভেঙে দেওয়ার বিষয়ে মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এক বাবা। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা ও গাড়ি জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রাকের সাথে সং ঘ র্ষে প্রা ণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর