চট্টগ্রাম–১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহান বলেছেন, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে মোমবাতি প্রতীকে বৃহত্তর সুন্নীজোট মনোনীত প্রার্থীকে আপনার মূল্যবান ভোটদিন । অতীতে এ আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। এলাকার কাঙ্খিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। এখন আমাদের বিশ্বাস করে মোমবাতি প্রতীকে ভোট দিলে আমরা ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। গতকাল সোমবার বরুমচড়া ও বারখাইন সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আহমদ নুর আলকাদেরী, গোলাম মোস্তফা, মিজানুল হক, জাকের সওদাগর, আজিজুর রহমান, নুরুল হক, সৈয়দ আবু হাসান, নাছির উদ্দীন, নঈম উদ্দীন, আব্দুল মারুফ ও সায়েম উদ্দীন। উপস্থিত ছিলেন কাজি মাসুদ, কাজী আব্দু রহিম, শাহেদ উদ্দীন, মো. সোহেল, মোরশেদ উদ্দীন, মঈন উদ্দীন শুভ, মাহবুবুর রহমান, বেলাল উদ্দীন, আবুল ফয়েজ, তারিম প্রমুখ।












