ভাতের সঙ্গে বিষ মিশিয়ে শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফিরোজা চৌধুরী জানান। দণ্ডপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা (৩৯) উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের স্ত্রী। নিহত সাড়ে তিন বছর বয়সী আব্দুর রহমান শাফি মাহফুজারের প্রথম স্ত্রীর সন্তান মামলার বরাতে পিপি ফিরোজা চৌধুরী বলেন, বিয়ের পর থেকে প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের সঙ্গে মাহফুজারের ঝগড়াবিবাদ লেগেই থাকত। এমন অবস্থায় মাহফুজ গোপনে ফিরোজাকে বিয়ে করে বাড়িতে তোলেন। খবর বিডিনিউজের। সতীনকে বাড়ি থেকে তাড়াতে মাহফুজারের প্রথম পক্ষের সন্তানকে হত্যার পরিকল্পনা করেন ফিরোজা। ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি শাফিকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান ফিরোজা। পরে শাফিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান পিপি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অভিযানে জব্দ ৫০ কেজি মাছ নিলামে বিক্রি
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা বিদ্যালয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠান