সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মধ্যেধারী এলাকায় ভাতিজা নাঈমের দাফন শেষে শোকে চাচা রেজাউল হকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মো. আলীর ছেলে নাঈম (২০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান। পরে তার দাফন সস্পন্ন হয় মঙ্গলবার। ভাতিজা নাঈমের জানাজা ও দাফনে অংশ নেন তার চাচা মৃত সিরাজুল হকের ছেলে রেজাউল হকও। দাফন শেষ করার পরই চাচা রেজাউল হক ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে গতকাল চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাঈমের চাচাতো ভাই রাজু বলেন, ভাতিজা নাঈমের মৃত্যুর শোকে চাচা রেজাউল হক অনেকটা অসুস্থ হয়ে পড়েন। যার কারণে স্ট্রোক করে মারা যান তিনি।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে নাঈম নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর ওই দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।











