ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মো. হোছাইনগীর (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক ভাতিজা পালিয়ে যায়। গত শুক্রবার রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোছাইনগীর বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘাতক ভাতিজা মো. ফোরকান ওরফে কালু (১৭) মো. হাসানগীরের ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় নিহত হোসাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাসানগীরের স্ত্রীর ঝগড়া হয়। কিছুক্ষণ পর হাসানগীরের ছেলে ফোরকান প্রকাশ কালু তার চাচা হোছাইগীরকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশ মাঠে অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই নম্বর গেইট এলাকায় গ্যাস লাইনে আগুন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় আ. লীগ নেতার দখল থেকে ১০ একর জায়গা উদ্ধার