ভাণ্ডালজুরি প্রকল্প থেকে কর্ণফুলী বাম তীর প্রকল্পে পানি সরবরাহের দাবি

ওয়াসার এমডিকে স্মারকলিপি

| শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

ভাণ্ডালজুরি প্রকল্প থেকে সিডিএ কর্ণফুলী বাম তীর প্রকল্পে পানি সরবরাহের দাবিতে গত বুধবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লার নিকট স্মারকলিপি দিয়েছে প্লট মালিক সমিতি।

দীর্ঘ ৩০ বছরেও পানি না পাওয়ায় ৫১৯ টি প্লট সম্বলিত মেঘা হাউজিং প্রকল্পটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসনে প্রকল্পটি বিরাট ভূমিকা রাখতে পারে মর্মে উল্লেখ করে স্মারকলিপিটি পাঠ করেন সিডিএ কর্ণফুলী বামতীর হাউজিং সোসাইটির সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান। এ সময় সমিতির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ইয়াসিন (প্রাক্তন চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক সাইফুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ওয়াসার ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দিনসহ অন্যান্য ওয়াসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াসার এমডি সমিতি নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং এব্যাপারে সিডিএর যেকোন উদ্যোগের প্রতি আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি ওয়াসার প্রধান প্রকৌশলী হতে একটি প্রতিবেদন তলব করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌকা মানেই উন্নয়ন তাই নৌকায় ভোট দিন
পরবর্তী নিবন্ধসরকার জনগণের জীবন মান উন্নয়নে কাজ করছে