ভাড়ায় মারামারি করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ১৫ জন আটক

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ার পুটিবিলায় ভাড়ায় মারামারি করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ১৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে উপজেলার চরম্বা ইউনিয়নের জনৈক মোরশেদের সাথে স্থানীয় নুরুল আমিনের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। যার ফলে মোরশেদ তার স্ত্রীকে অনুষ্ঠানিকভাবে শ্বশুর বাড়িতে নিয়ে যাননি। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে মেয়ের বাপের বাড়িতে স্থানীয় ইউপি সদস্যসহ উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে অমিমাংসিতভাবে বৈঠক শেষ হয়। এ সময় মেয়ের ভাই বেলাল উদ্দিনকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। পরদিন শুক্রবার মোরশেদ তার স্ত্রীর ভাই বেলালকে মারধর করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় থেকে প্রায় ২০ জন কিশোরের গ্যাং ভাড়া করে গৌড়স্থান নয়া পাড়া এলাকায় যান। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে চারপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে। এই সময় কিশোর গ্যাংয়ের কয়েকজন পালিয়ে গেলেও মোরশেদসহ ১৫ জন জনতার হাতে আটক হয়। স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারক বিরোধকে কেন্দ্র করে মোরশেদ নামে এক যুবক তার স্ত্রীর ভাইকে মারতে একদল কিশোর গ্যাং ভাড়া করে নিয়ে আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে তাদেরকে আটক করেন। পরে তাদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক। তাদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে। অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনমজুরকে কুপিয়ে যখম, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা