পতেঙ্গায় গত ১৯ মার্চ জাহাজ ডুবে নিখোঁজ চার জনের মধ্যে হানিফ শেখ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড নৌ পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাটিয়ারী শিপ ইয়ার্ডের পার্শ্ববর্তী সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ধলিয়ারচর এলাকার হান্নান শেখের পুত্র।
কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আকরাম হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে সাগর পাড়ে একটি লাশ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে নৌ-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। পরে ডুবে যাওয়া জাহাজ ‘টিটু-১৪’ এর মালিক প্রতিষ্ঠান কেএসআরএম কর্তৃপক্ষের মাধ্যমে জাহাজের মাস্টার শেখ ফরিদ লাশটি শনাক্ত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ শনিবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গায় বালুবাহী একটি ড্রেজারের সাথে ধাক্কা লেগে ‘টিটু-১৪’ নামের সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটারেজ জাহাজ সাগরে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৪ জন নিখোঁজ থাকেন।












