ভাটিয়ারীর সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই

গণসংযোগকালে আসলাম চৌধুরী

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, আমি ভাটিয়ারীর সন্তান। এই এলাকার আলো বাতাসে আমি বেড়ে ওঠেছি। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি এলাকা ছেড়ে শহরমুখী হইনি। ভাটিয়ারীর একজন সন্তান হিসেবেই আমি আমরণ আপনাদের পাশে থাকতে চাই। তিনি গতকাল শনিবার সীতাকুন্ডের ভাটিয়ারীতে নির্বাচনী গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ভাটিয়ারী সীতাকুণ্ড তথা চট্টগ্রাম৪ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তার ঋণ শোধ করার মতো নয়। তবে আমার চেষ্টা থাকবে এই অঞ্চলের মানুষের সুখেদুঃখে তাদের পাশে থাকা। আমি যেহেতু এলাকার সন্তান, সেহেতু কমবেশি বুঝি এলাকার সমস্যা ও সম্ভাবনা দুটোই। সুতরাং নির্বাচিত হলে প্রয়োজনীয় কর্মযজ্ঞ পরিচালনা আমার জন্য কঠিন হবে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আনোয়ার, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবউদ্দিন, ফিরোজুল আলম, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল হোসেন, কায়ছারুল আলম, ফরিদুল আলম, রমজান আলী মেম্বার, সেলিম উদ্দিন মাহমুদ, রবিউল হক রবি, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মোঃ কায়ছার, মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, অছি উদ্দিন, মছিউদ্দৌলা, জানে আলম, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, হারুন, কামাল, শাওন, শাহিদ, এয়াকুব আলী বাবুল, শওকত আলী, কলি মেম্বার, আলাউদ্দিন প্রমুখ। বিকালে আসলাম চৌধুরী সীতাকুণ্ড পৌর সদরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাপা ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, শান্তি ফিরে আসবে
পরবর্তী নিবন্ধ‘আত্মশুদ্ধি অনুশীলন ও চর্চার ক্ষেত্রে বায়তুশ শরফ এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান’