ভাটিয়ারীতে ৮৮১ জন মৎস্যজীবী পেল ৫৬ কেজি করে চাল

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে ৬৫দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা ৮৮১জন জেলে ও মৎস্যজীবীদের মাঝে ৪৯ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। মৎসজীবী প্রতি পরিবার পেয়েছে ৫৬ কেজি করে চাল।

গতকাল শনিবার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ অনুষ্ঠান সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজীর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ এনামুল হক, জেলে ফেডারেশনের সভাপতি লিটন দাস এবং ভাটিয়ারী ইউপি সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চোলাই মদসহ আটক ১