ভাটিয়ারীতে হাসপাতালে হামলা

চিকিৎসকদের নাজেহাল করার অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং এসোসিয়েশন পরিচালিত বিএসবিএ হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসকদের নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডস্থ উক্ত হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় জসিম উদ্দিন ও মো. সোহেল আহত হয়ে চিকিৎসা নিতে বিএসবিএ হাসপাতালে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের জরুরি বিভাগের মিনি ওটিতে নেয়ার সময় আহতদের স্বজনরাও জোরপূর্বক সেখানে যাওয়ার চেষ্টা করে। এসময় চিকিৎসকরা তাদের হাসপাতালের ওয়েটিং রুমে অপেক্ষা করতে বললে স্বজনরা চিকিৎসকের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে আহতদের একজন ক্ষিপ্ত হয়ে মোবাইলে খবর দিলে ১৫/২০ জন এসে জোরপূর্বক হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর চালায়। হাসপাতালের চিকিৎসক, কর্মচারীদের নাজেহাল করে। হাসপাতালে হামলার খবর পেয়ে পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। মামলার আসামিরা হলো- ভাটিয়ারীর নুরুল হকের পুত্র মো. জসিম উদ্দিন(২২), রাব্বি(২০), বাপ্পি(১৮), মো. জামাল উদ্দিনের পুত্র মো. সোহেল(২৮), ছগীর আহমেদের পুত্র রাসেল(২৩), আবু সওদাগরের পুত্র শাহরিয়ার মেহেরাব(২৪)।
বিএসবিএ হাসপাতালের সুপার ভাইজার মো. সালাউদ্দিন জানান, হাসপাতালের ওটিতে চিকিৎসক, রোগী ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও জোরপূর্বক সেখানে যেতে চাইলে বাধা দেয়া হয়। কিন্তু দুর্ঘটনায় আহত রোগী নিজেই ফোন করে সন্ত্রাসীদের খবর দেয়। সন্ত্রাসীরা জরুরি বিভাগে দরজা, চেয়ার টেবিল ভাংচুর করে এবং কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের নাজেহাল করেন। এ অবস্থায় হাসপাতালের অন্যান্য রোগী, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসকরা ভীতির মধ্যে থাকায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হাসপাতাল ভাংচুরের অভিযোগে সীতাকুণ্ড থানায় মামলা করেছে বিএসবিএ কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে টাকা পাচ্ছেন ২১ হাজার শ্রমিক
পরবর্তী নিবন্ধ৭ কোটি ভ্যাকসিন আসছে এপ্রিলের মধ্যেই