ভাটিয়ারীতে বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকার ফ্রি নিবন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের ভোগান্তি লাঘবে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করেছে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ। ভোটার আইডি কার্ডের সাথে সচল একটি মোবাইল নম্বর থাকলে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা রেজিস্ট্রেশন করে দিয়ে আসছেন। এরকম একটি সেবা চালু করেছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।
গতকাল শনিবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের সামনীপাড়া গ্রামে এই কর্মসূচি উদ্বোধন করেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ ইছহাক। এ দিন দেড় শতাধিক ৩৫ ঊর্ধ্ব নারী-পুরুষের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। যাতে করে প্রতিটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা যায় সে লক্ষ্যে এই কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে চালানো হবে।
এ ব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, অনেকে ডিজিটালাইজেশন প্রক্রিয়া না বুঝার কারণে অথবা অবহেলায় টিকার রেজিস্ট্রেশন করছেন না। ফলে তারা টিকা আওতায় আসছেনও না। এ কারণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সদস্য কামাল উদ্দিন, আলমগীর হোসেন মাসুম, অহিদুল আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম, ইয়ার মোহাম্মদ, আলাউদ্দিন, তসলিম উদ্দিন, লিটন, রফিক, যুবলীগ নেতা মোহাম্মদ নুরু, ছাত্রলীগ নেতা আমজাদ, রাকিন, রানা, রিদয়, রাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি টেক্সির নম্বর প্লেট চোর চক্রের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ভূমিহীনদের গৃহ নির্মাণ পরিদর্শনে জেলা প্রশাসক