জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ গলফ টুর্নামেন্ট–২০২৫ গতকাল ১২ অক্টোবর রোববার ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্টে বলবয়, কেডি ও প্রফেশনাল গ্রুপের তরুণ গলফারগণ অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও প্রশাসন) এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক। গলফ ক্যাপ্টেন–ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অবঃ), টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মো. রুবায়েত তানভির, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন (অবঃ), এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, এ্যামেচার, প্রফেশনাল, কেডি–বলবয় গলফার, ঊর্র্র্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। গলফ টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও প্রশাসন) এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক। প্রধান অতিথির সমাপনী বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘জুলাই ২০২৪ ছিল বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এটি ছিল অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে একটি বীরত্বপূর্ণ অভ্যুত্থান। তরুণ সমাজ সেই আন্দোলনের অগ্রভাগে থেকে প্রমাণ করেছে যে, শক্তি বা ক্ষমতা নয় – মানুষের জাগ্রত বিবেকই পারে একটি জাতিকে নতুন পথে এগিয়ে নিতে।’ প্রধান অতিথি সমাপনী বক্তব্যে তরুণ সমাজ সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলফ ক্যাপ্টেন–ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অবঃ), টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মো. রুবায়েত তানভির, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন (অবঃ), এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গলফার এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন: বলবয় গ্রুপ ২য় রানার আপ : মো. ফিরোজ (গ্রস–৪৪) রানার আপ : মো. শাহিন আলম (গ্রস–৪২) উইনার : মো. রনি (গ্রস–৪১)। কেডি গ্রুপ ২য় রানার আপ : মো. দিদার (গ্রস–৪২) রানার আপ : মো. ফরহাদ (গ্রস–৪১) উইনার : মো. ইকবাল (গ্রস–৪১)। প্রফেশনাল গ্রুপ ২য় রানার আপ : মো. রেজাইল করিম (গ্রস–৭৩) রানার আপ : মো. আব্দুল কাদের (গ্রস–৭১) উইনার : মো. রিয়াদ হোসেন (গ্রস–৭১)।