ভাটিয়ারি শীপ ব্রেকার্সের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

এলসি প্রতারণার মাধ্যমে ৪২ কোটি টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

এলসি প্রতারণার মাধ্যমে ৪২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগে ভাটিয়ারি শীপ ব্রেকার্স লিমিটেডের তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে যমুনা ব্যাংক। অভিযুক্ত তিনজন হলেন, ভাটিয়ারি শীপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম শাহ ইমরাম ও পরিচালক মো. জামাল উদ্দিন। গতকাল যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহিদ উল্লাহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতসূত্র জানায়, মামলার আরজিতে বলা হয়, অভিযুক্তরা বিদেশ থেকে পুরাতন জাহাজ আমদানির জন্য যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখায় এলসি খুলেন। এরপর বিদেশ থেকে জাহাজ আমদানি করেন। দেশে আনার পর জাহাজ বিক্রি করে শর্ত মোতাবেক অভিযুক্তরা এলসির টাকা পরিশোধ করেননি। সবমিলে প্রায় ৪২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যা দণ্ডবিধির ৪০৬ সহ বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বন্যা দুর্গতের জন্য ৭০ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ
পরবর্তী নিবন্ধবানের পানিতে তলিয়ে যাওয়া দুই শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার