ভাটিয়ারিতে হ্রদে মাছ শিকারের সময় যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ৬:৩৭ অপরাহ্ণ

সীতাকুণ্ড থানার বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) হ্রদে মাছ শিকারের সময় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবুল কাশেম (৪৫) বলে জানা গেছে। আজ সোমবার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বাংলানিউজ

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আবুল কাশেম তিন সঙ্গীকে নিয়ে ভাটিয়ারিতে বিএমএ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টিকেট কেটে সানসেট পয়েন্টে বড়শি নিয়ে মাছ শিকারে যান। সকাল পৌনে ১০টায় আবুল কাশেমের বড়শিটি মাছের টানে ২৫ ফুট দূরে চলে যায়। পরে তিনি বড়শি উদ্ধারের জন্য হ্রদের পানিতে নামেন কিন্তু সেখানে তলিয়ে যান। এ সময় তার সঙ্গী মো. রবিউল আলম, মো. মনিরুল আলম, মো. ফিরোজ মোবাইল ফোনে বিএমএ কর্তৃপক্ষকে এ ঘটনা জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, “হ্রদে মাছ ধরার সময় একজন ডুবে যাওয়ার খবর পেয়ে ডুবুরি দল পাঠানো হয়। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে বেলা ১১টা ৩৫ মিনিটে আবুল কাশেমের মরদেহের খোঁজ পায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ২৪৭ মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে লকডাউন অমান্য করায় ১১ মামলা