সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র–ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় স্কুল মাঠে মিলনমেলার উদ্বোধন করে স্কুলের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী দুই হাত বিহীন পা দিয়ে লিখে জিপিএ–৫ পাওয়া রফিকুল ইসলাম রাব্বী।
সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে স্কুল প্রাঙ্গণে। এরপর সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। ১৯৭১ সাল থেকে ২০২০ পর্যন্ত স্কুলের বিভিন্ন ব্যাচের হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে নানা আয়োজনে মিলনমেলা মুখরিত হয়ে উঠে।
স্কুলের প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যের সভাপতিত্বে এবং নুরুল আবছার, ফিরোজুল আলম এবং মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল আনোয়ার। স্মৃতিচারণ করেন মো. খোরশেদ আলম, মো. ওসমান আলী, ইকবাল হোসেন, মো. সালাউদ্দিন, মো. ফারুক হোসেন, মো. সালামত আলীসহ ১৯৭১ সাল থেকে ২০২০ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রধানরা।