সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রথমবারের মতো নাজীম চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে ভাটিয়ারী বিএমএ গেইটস্থ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ খেলার মাঠে (সাবেক টিএন্ডটি মাঠ) উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম–৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ভাটিয়ারী যুব ইউনিটকে ৫–৪ গোলে পরাজিত করে সামনীপাড়া মিতালী সংঘ। নক আউট পদ্ধতিতে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনের সভাপতিত্বে এবং মো. ফারুক ও বাবলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মডেল থানার ওসি তোফায়েল আহমেদ, ইউপি সদস্য কামাল উদ্দিন, আবদুর শুক্কুর, ওহিদুল আলম, নিজাম উদ্দিন, কামরুল আলম, আব্দুল হাদী, মো. আলম কন্ট্রাক্টর, মো. নাঈম, কাসেম, সোহেল রানা, আরেফিন সানু, আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মো. ফেরদৌস আলম, আবু জাফর, জামাল মেম্বার, মো. ওসমান, শাহীন, রাকিন, রাশেদ, আমজাদ হোসেন প্রমুখ।