পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে অননুমোদিত ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়ার চলমান অভিযানে গতকাল মঙ্গলবার ৬টি ভবনের অননুমোদিত অংশ ভেঙে দেয়া হয়। এ সময় তিনটি ভবন সিলগালা করা হয়েছে। আইন লংঘন করে নির্মিত ভবনের মালিকদের সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিডিএ সূত্র জানিয়েছে, গতকাল নগরীর ডবলমুরিং ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে ৬টি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে। এ সময় ৩টি ভবনকে সিলগালা করা হয়। ভবনগুলোর বর্ধিত অংশ পুরোপুরি ভেঙে ফেলার ব্যাপারে ভবন মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অথরাইজড অফিসার–২ তানজিব হোসেন ও এ জি এম সেলিম অংশ নেন। এ সময় সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মোহাম্মদ আবু জাফর ইকবাল, মোহাম্মদ শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সিডিএ জানিয়েছে।











