নগরীতে নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় সিডিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নকশা বহির্ভূতভাবে নির্মিত পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং একটি ভবন সিলগালা করা হয়। একই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে নিজেরাই অননুমোদিত অংশ ভেঙে ফেলবে মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম এবং অথরাইজড অফিসার ২ তানজিব হোসেন।
অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, নগরীকে পরিকল্পিত ও বাসযোগ্য করতে সিডিএ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। অনুমোদিত নকশার বাইরে কোনো ধরনের অবৈধ নির্মাণ সহ্য করা হবে না। তিনি জানান, ভবিষ্যতেও সিডিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে। নগরবাসীর মধ্যে নির্মাণ সংক্রান্ত সচেতনতা বাড়াতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এজিএম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মো. শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল ও মিথু চৌধুরী।