ভাঙা সেতু পার হয়ে ভোটকেন্দ্রে যাবেন তাঁরা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার ২নং ওয়ার্ডের জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি ভোট কেন্দ্রের একটি। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ১৫৪৩ জন। কিন্তু কেন্দ্রটির পূর্ব দিকের ভোটারদের ঝুঁকি নিয়ে একটি ভাঙা কাঠের সেতু পার হয়ে ভোট কেন্দ্রে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির এতই নাজুক অবস্থা, যে একজন শক্তি সামর্থবান মানুষকেও এটা দিয়ে পার হতে ভোগান্তি পোহাতে হবে। এলাকার বয়স্করা অভিযোগ করে বলেন, আমরা পৌরসভার বাসিন্দা হয়েও গাছের সেতুতে পারাপার করতে হচ্ছে, এ বড় দুর্ভাগ্য! ভোটের দিন কীভাবে সেতু পার হবেন তা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।
পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন আর সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। ১১টি ভোট কেন্দ্রে ৮৪টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দর চ্যানেলে পাথরের বাঁধে আটকা অয়েল ট্যাংকার, পরে জোয়ারে উদ্ধার
পরবর্তী নিবন্ধপুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা