রাউজানের পশ্চিম গহিরায় একটি বেইলি ব্রিজের ভাঙা ধাতব পাঠাতনে পা আটকে দুই ঘণ্টা আটকে ছিলেন এক বৃদ্ধ। গত রোববার সন্ধ্যার আগে ব্রিজে আটকে পড়া ব্যক্তি মোহাম্মদ সৈয়দুল হক ( ৮৫) গহিরা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
স্থানীয় ব্যবসায়ী খোরশেদ আলম জানান,ব্রিজটির পাটাতনের কয়েকটি অংশ ফুটো হয়ে আছে। কয়েক বছর যাবত ভাঙা অবস্থায় থাকায় স্থানীয়রা বেলি ব্রিজটি পারাপারে সতর্কতা অবলম্বন করেন। সৈয়দুল হক হেঁটে ব্রিজ পার হচ্ছিলেন। অসতর্কতাবসত পাঠাতনের ভাঙা অংশে তার পা ঢুকে যায়।
এই অবস্থায় তাকে উদ্ধার করতে এলাকার লোকজন অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দুই ঘণ্টার চেষ্টায় ধাতব পাঠাতনের ভাঙা অংশ কেটে বৃদ্ধের পা বের করেন।
আহতবস্থায় সৈয়দুল হককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গহিরা ইউপি সদস্য বেলাল উদ্দিন।