বন্যা এলো সর্বনাশা
বাংলার কোল জুড়ে
ডুবিয়ে দিলো ঘর বাড়ি সব
দালান থেকে কুঁড়ে।
মাঠের ফসল ডুবলো মাঠে
ঝরলো কতো প্রাণ
মানবতা গুমরে কাঁদে
কখন পাবে ত্রাণ।
বন্যা ভীষণ এসে ফিসন
দেয় আমাদের হানা
কেউ থাকেনি দুর্যোগে ভাই
স্বার্থ বা দলকানা
সোনার দেশের সোনার মানুষ
মিলিয়ে কাঁধে কাঁধ
বন্যা করে মোকাবিলা
ভাঙবে দুখের বাঁধ।