ভাঙনের গুঞ্জনে দীপিকাকে নিয়ে প্রেমময় পোস্ট রণবীরের

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

দীপিকা পাড়ুকোনের ভালোবাসাতেই রয়েছেন রণবীর সিং। বলিউডের এই তারকা দম্পতির সম্পর্কে নেই কোনো তিক্ততা। রণবীরের কাছে দীপিকা হলেন রানি! সম্পর্ক ভাঙনের সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন রণবীর সিং। স্পষ্ট জানিয়ে দিলেন, তার জীবনের রানিই হলেন দীপিকা। কার্টিয়ারের যুক্ত হওয়ার পর ওই ব্র্যান্ডের একটি হিরার নেকলেস পরা দীপিকার ছবি শেয়ার করা হয়েছে ব্র্যান্ডের সামাজিক মাধ্যমের ওয়ালে। কালো এবং সাদা ওই ছবিতে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন নায়িকা। খবর বাংলানিউজের।
স্ত্রীর এই ছবি থেকে চোখ সরাতে পারেননি রণবীর। টুইটারে টুইট করে লেখেন, আমার রানি। আমাদের গর্বিত করেছ। সমপ্রতি শোনা যাচ্ছিল রণবীর সিং আর দীপিকার সম্পর্কে নাকি তিক্ততা দেখা দিয়েছে। এমনকী, সম্পর্ক নাকি খুব শিগগিরই ভাঙতেও পারে। শোনা যাচ্ছে, সেই কারণেই নাকি ফের মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন দীপিকা। বলিউডে এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে। জানা যায়, গুঞ্জন শুরু মুম্বাইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের টুইট থেকেই। তিনিই হঠাৎ টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা।

পূর্ববর্তী নিবন্ধঅভিযোগ নিয়ে আদালতে হিরো আলম
পরবর্তী নিবন্ধনতুন বছরের প্রথম সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’