সীতাকুণ্ড উপকূলে আর মাত্র কয়েকটা ঝাউ গাছ অবশিষ্ট দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সেগুলোও বড়জোর আর আগামী ১৫দিন টিকতে পারে। অথচ উপকূলটিতে হাজারো ঝাউ গাছের বিশাল বাগান ছিল। এখানে প্রতিনিয়ত পর্যটকেরা ঝাউ গাছের সঙ্গে সাগরের সৌন্দর্য দেখতে আসতেন। সীতাকুণ্ডের প্রতিষ্ঠিত একটি পর্যটন স্পট বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের এ অবস্থা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, আর মাত্র মাস খানেক এভাবে ভাঙতে থাকলে বাঁশবাড়িয়ায় সমুদ্র সৈকত অতীত হয়ে মানুষের স্মৃতিতে ভাসবে। তথ্যপ্রযুক্তির বদৌলতে এই সৈকতের উৎপত্তি, প্রচার ও প্রসার হয়েছে। ঠিক ভবিষ্যৎ প্রজন্ম এই তথ্য প্রযুক্তির বদৌলতে জানতে পারবে বাঁশবাড়িয়াতে একটা পর্যটন স্পট ছিল। ভাঙন ঠেকাতে না পারলে বেকার হয়ে পর্যটনকে ঘিরে জীবিকা নির্বাহ করতে থাকা অনেক মানুষ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাঁশবাড়িয়া ইউনিয়নের চাঁন সিকদার খালের উত্তর পাশে সৈকত এলাকায় চর ভেঙে নদীর গর্ভে প্রায় বিলীন হয়ে গেছে। জোয়ারের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ঝাউ গাছের গোড়ার মাটি সরে গিয়ে উল্টে পড়ে রয়েছে অনেক ঝাউ গাছ। বেশ কিছু ঝাউ গাছ এখনো গোড়া থেকে মাটি সরে গেলেও দাঁড়িয়ে আছে কোনমতে। কিছু ঝাউ গাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। আবার অনেক ঝাউ গাছ উল্টে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন কেটে নিয়ে গেছে।
সেখানে বেড়াতে আসেন মীরসরাই শিল্পজোনের একটি কারখানা মাননিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মাঝেমধ্যে তিনি বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। কয়েকদিন আগেও বাঁশবাড়িয়া সৈকতে দেখার মত একটা ঝাউ বাগান ছিল। আজ এসে দেখেন সে ঝাউ বাগানের চিহ্ন নিশ্চিহ্ন হতে চলেছে। এত অল্প সময়ে পুরো এলাকা ভেঙে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি তাকে অবাক করেছে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, সাগরে জোয়ারের পানির উচ্চতা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। জোয়ারের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে কয়েক দিনে ঝাউ বাগানের প্রায় ৯০ শতাংশ ভেঙে গেছে। তিনি পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ডের উপ–সহকারী প্রকৌশলী এসএম তারেক বলেন, কক্সবাজার উপকূলের মতো জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানো যেতে পারে। ঝাউ বাগান রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্থানীয় সংসদ সদস্য ডিও লেটার দিলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।