নগরীতে ভাগ্নের করা অর্থ আত্মসাতের মামলায় আলী আকবর নামে এক আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৫ ওই ব্যক্তির জামিন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদীর আইনজীবী মো. আমিনুল হক মিয়া বলেন, বায়েজিদ এলাকার বাসিন্দা আলী আকবর তার ভাগ্নে আলাউদ্দিন মো. রেজাউল করিমকে ফ্ল্যাট প্রদান ও প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে এক কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় আদালতে দায়ের করা মামলায় পিবিআই তদন্তপূর্বক ঘটনার সত্যতা পায়।
পরবর্তীতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের জিম্মায় আসামি জামিন পেলেও কোনোরূপ আপস না করায় আদালত জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।