গতকাল থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে আরটিভিতে। নাটকের নাম ‘ভাই ভাই ভায়রা ভাই’। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, তানজিকা আমিন, নাজিরা মৌ, সাজু খাদেম, এ্যানি খান, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, শামীম, আল মনসুর, জামিল, তাসনুভা এলভিন, রহমত আলী, রাশেদ মামুন অপু প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে ভাই ভাইকে খুব ভালোবাসার কারণে বড় ভাই আলাল বিয়ে করতে রাজি না। বড় ভাই আলালের কারণে ছোট ভাই জালাল তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছে না। বিপত্নিক কুতুব আলী দুই ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘরে আনতে না পেরে হতাশ। কুতুব আলী এই ব্যাচেলর দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় একটা বিপাকে আছে। আলালের বিয়ের প্রতি অনীহার কারণ একটাই তাদের দুই ভাইয়ের মধ্যে যে মধুর সম্পর্ক আছে এটা বিয়ে করে ঘরে বউ আনার পরে থাকবে না।
ঘটনাক্রমে বাপ্পি লাহিড়ীর ভক্ত আলাল একটা মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসার মানুষটির ছোট বোনের সঙ্গেই আলালের ছোট ভাই জালালের প্রেম। দুই ভাই দু’বোনকে এতটাই ভালোবেসে ফেলে পরে দুই ভাই ভায়রা ভাই হয়ে যায়। এরপর ঘটতে থাকে রসাত্মক সব ঘটনা।