চট্টগ্রামের বাঁশখালীতে সাহেবেরহাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাহমিনা আক্তার (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনোয়ারা বাঁশখালী আঞ্চলিক সাধনপুর সাহেবের হাটের একটু দক্ষিণে প্রধান সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ইউপি সদস্য মোহাম্মদ এজাজ সূত্রে জানা যায়, নিহত তাহামিনা সন্ধ্যার দিকে তার পুরাতন বাড়ি দক্ষিণ সাধনপুর থেকে তার ভাইয়ের মোটরবাইকে করে লটমনি নতুন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।
যাওয়ার পথে সাহেবের হাট এলাকায় আসতে পিছনে দিকে চট্টগ্রামগামী এস আলম বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মাটিতে লুটে পড়ে তাহমিনা। এতে বাসের চাকার নিচে পড়ে মাথার গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সে।
নিহত তাহমিনা উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার আবজল আহমদের তৃতীয় কন্যা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িত এস আলম বাসটিও জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।












