ভাইয়ের বিয়ের আগের রাতে বোনের মৃত্যু

বিয়ের কেনাকাটা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনা

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

চকরিয়া থেকে বিয়ের কেনাকাটা শেষে মহেশখালী ফেরার পথে সিএনজি টেক্সি ও ব্যাটারি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহেশখালীর আরও তিন ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চকরিয়ার বদরখালী কেবি জালাল উদ্দিন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মোকতার আহমদের পুত্র সৌদি প্রবাসী আকবরের সাথে মাতারবাড়ী ইউনিয়নের বলির পাড়ার সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের কন্যা আজিজা সোলতানার বিয়ে হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। উভয় পরিবারের সদস্যরা বিয়ের কেনাকাটা করতে যায় চকরিয়ার চিরিঙ্গায়। সেখানে ভাইয়ের পক্ষের একজন হয়ে কেনাকাটায় গিয়েছিলেন আসমা বেগমও। কেনাকাটা শেষ করে রাতে সিএনজি টেক্সি যোগে বাড়িতে ফেরার পথে বদরখালী কেবি জালাল উদ্দিন সড়কের গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি ইজিবাইককে সাইড দিতে গিয়ে সড়কের উপর রাখা ইটের স্তূপের উপর আছড়ে পড়ে সিএনজি টেক্সিটি। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎক আসমাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেনমাতারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বলির পাড়া এলাকার মোহাম্মদ হোছাইন, তার মেয়ে আজিজা সুলতানা আঁখি এবং নিহত নারীর বড় বোনের স্বামী শাপলাপুরের মোহাম্মদ করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি চলাচলের প্রধান সড়কের উপর ইট স্তূপ করে রাখার ফলে চকরিয়া থেকে ছেড়ে আসা সিএনজি টেঙির সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বদরখালী কুতুবদিয়া পাড়ার আবুল হোছাইনের পুত্র মো. শাহজাহান ওই ইটের মালিক। দুর্ঘটনার পর স্তূপ করে রাখা ইট তড়িঘড়ি করে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান প্রত্যক্ষদর্শীরা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু ও নার্স নিয়োগ বিষয়ে আলোচনা