মাদরাসা পড়ুয়া বড় ভাইয়ের জন্য খাবার নেওয়া হল না রাকিবের। গত বুধবার বিকালে হেফজ শিক্ষার্থী বড় ভাইয়ের জন্য মাদরাসায় খাবার নিচ্ছিল নয় বছর বয়সী মো. রাকিব। যাওয়ার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। চারদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার আজাদ বলেন, রাকিব মধ্যম লেলাংগারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে বিনাজুরী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মনা গাজী চৌধুরী বাড়ির অটোরিকশা চালক নেজাম উদ্দিনের ছেলে।