শখের ছবিয়াল রক তারকা জেমস। প্রকৃতি ও পোট্রেট- দুটোই তোলেন; অনেক বছর ধরে। যদিও এর সবটুকুই আপন খেয়ালে, যা নিয়ে তার মধ্যে বাড়তি কোনও প্রকাশ বা প্রস্তুতি দেখা যায় না। তার ক্যামেরা ক্যানভাস মাঝে-মধ্যে দেখার সুযোগ হয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক দেয়ালে। গতকাল বৃহস্পতিবার জেমস প্রকাশ করেন নিজের ফ্রেমে ধরা জয়া আহসানের একটি ছবি। ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন দুই বাংলা জয়করে চলা এই প্রভাবশালী অভিনেত্রী। আর ছবিটি ধারণ করেছেন একইভাবে দুই দেশে প্রভাববিস্তারকরা রকার জেমস। ছবিটি প্রকাশের সঙ্গে জেমস একটি ক্যাপশন লিখেছেন- ‘সধংঃবৎ ড়ভ ঃযব ংরষাবৎ ংপৎববহ ঔধুধ অযংধহ’। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তারচেয়ে অধিক সফল আর তো কেউ নন। ছবিটি প্রকাশের এক ঘণ্টায় শেয়ার হলো শতাধিক! আর মন্তব্য তো অসংখ্য। সবাই উচ্ছ্বসিত প্রশংসায় ভাসাচ্ছেন জেমস-জয়ার এই অনাকাঙ্ক্িষত সন্ধিটাকে। নগর বাউল জেমস আগেও অনেক কাব্যিক, বোল্ড এবং মুগ্ধতা ছড়ানো ছবি ধারণ করেছেন ক্যামেরায়, যা প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে এই মাপের তারকার ছবি তোলা ও প্রকাশ করার ঘটনা এবারই প্রথম। আর সেটি ভাইরালও হলো সেই অনুপাতেই।
ছবিটি কবে, কখন, কোথায় তোলা হয়েছে- সেসব জানা যায়নি এই প্রতিবেদন লেখা অবধি। মন্তব্য করেননি জেমস-জয়া কেউই। রহস্য বাড়ুক- সম্ভবত তাই চাইছেন দুজনে।