বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলে পুকুরে ডুবে আব্দুল্লাহ্ আল আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে রায়াতুল মাওলা (৬) নামে তার বড় ভাইও ডুবে যায়। বর্তমানে সে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল মুন্সীখীল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আলী ও রায়াতুল পশ্চিম চাম্বল মুন্সীখীলের শফিউল মাওলা বাবুলের পুত্র।
শফিউল মাওলা বাবুল জানান, তার দুই সন্তান মায়ের সাথে ইফতার করে। পরে মায়ের অগোচরে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে পড়ে যায় ছোট ছেলে আব্দুল্লাহ্ আল আলী। তাকে বাঁচাতে গিয়ে বড় ছেলে রায়াতুল মাওলাও পুকুরে ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছোট ছেলেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়াতুলকে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদ সোহান।