ভলিবলে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩০ সেটে বাংলাদেশকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩০ সেটে হারলো। শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫২৩ পয়েন্টে জয়লাভ করে ২০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩০ সেটে ম্যাচ জিতে নেয়। এর ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লীগের খেলায় বাংলাদেশ ৩২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। এদিকে গতকাল মঙ্গলবার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে তুর্কমেনিস্তান ৩২ সেটে আফগানিস্তানকে হারিয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতল মধ্য এশিয়ার এই দেশটি। এর আগে তারা ২০১৫ ও ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরেটিং ক্লাব টুর্নামেন্টে সিসিপিএ প্রেসিডেন্ট টিম চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে কাবাডি খেলায় লোটাস শিশু সদনের জয়লাভ