ভলগেটের মাধ্যমে লবণ পরিবহনের প্রতিবাদ

মহেশখালীতে কার্গো বোট মালিক শ্রমিকদের মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৩ পূর্বাহ্ণ

মহেশখালীর উৎপাদিত লবণ ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটের মাধ্যমে ভলগেট (ছোট লাইটারেজ জাহাজ) দ্বারা পরিবহণের কারণে কর্মহীন হয়ে পড়েছে লবণ পরিবহনের প্রাচীনতম কার্গো বোট মালিক, শ্রমিক ও মাঝি মাল্লারা। এরই প্রতিবাদে গতকাল বুধবার মহেশখালী উপজেলা পরিষদের সামনে দীঘির পাড়ে মহেশখালী কার্গোবোট মালিক শ্রমিক সমিতির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনটির উপজেলা সভাপতি জাফর মাঝি, শহিদুল্লাহ মাঝি, ছৈয়দ করিম মাঝি, দেলোয়ার মাঝি, সাংবাদিক আবুল বশর পারভেজ, ছৈয়দ মোস্তফা আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ অধিদপ্তর কর্তৃক স্টিলবডি ভলগেট দ্বারা বন্দর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অবৈধ ও বেআইনিভাবে দক্ষিণ চট্টগ্রামম ও কঙবাজার জেলার মাঠে উৎপাদিত কালো লবণ পরিবহণ বন্ধের নির্দেশনা জারি করে। এরপরও লবণ ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট মহেশখালী থেকে অবৈধভাবে লবণ পরিবহণ করছে। ফলে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫০টির অধিক ঘাটের প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ অধিদপ্তরের নির্দেশনার আলোকে মহেশখালী থেকে ভলগেটের মাধ্যমে লবণ পরিবহণ নিষিদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন কার্গো বোট মালিক, মাঝি ও শ্রমিকরা।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন নিত্যানন্দ পুরী মহারাজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নির্বাচন