নগরের ৪১ ওয়ার্ডে হতদরিদ্র জনসাধারণের জন্য সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে চাল সরবরাহ (ওএমএস) নিশ্চিতকরণে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার এক উপ-আনুষ্ঠানিক পত্রে এ অনুরোধ জানান তিনি।
পত্রে প্রশাসক বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার ১০ টাকা কেজিতে চাল বিক্রি বা ওএমএস কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে নগরের ২১টি ওয়ার্ডে ৩৩ জন ডিলারের মধ্যে দৈনিক ১৫ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ২০ ওয়ার্ডে কোন ডিলার নেই। তিনি বলেন, নগরের প্রতিটি ওয়ার্ডে হতদরিদ্র জনসাধারণের জন্য ওএমএস কার্যক্রম নিশ্চিত করা দরকার। এজন্য যেসব ওয়ার্ডে ওএমএস কার্যক্রম নেই সেসব ওয়ার্ডে ডিলার নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম চালুর অনুরোধ জানান তিনি।