ভর্তি পরীক্ষা নেবে চবি

হবে আগের মতো এমসিকিউতে

চবি প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতির মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্বশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পূর্বের মতো ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিবেচনা করা হবে কিনা এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
নগরীতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে গতকাল রোববার বিকাল ৪টায় ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, আগের মতোই ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এবং স্বশরীরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরের এইচএসসির ফল প্রকাশের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা এবং অন্য সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে নাকি ক্যাম্পাসের বাইরে হবে, এ সিদ্ধান্তও পরবর্তীতে নেওয়া হবে। এখন শুধু পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে সাইনবোর্ডের জঞ্জাল
পরবর্তী নিবন্ধকরোনায় প্রণোদনার নামে ভাগ-বাটোয়ারা!