ভর্তি পরীক্ষায় প্রক্সি গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া ও জালিয়াতিতে জড়িত অভিযোগে এক বিসিএস কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক জানান, মঙ্গলবার ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার শেখ আবু হানিফ ৩৮তম বিসিএসের ননক্যাডার কর্মকর্তা। তিনি বরিশালের গৌরনদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা বিজয় কুমার বসাক বলেন, মঙ্গলবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সাতজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে একজন প্রাথমিকভাবে নামপরিচয় স্বীকার করেননি। চতুর্থ শিফটে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৩৯ নম্বর কক্ষে রূপম সরকারের হয়ে প্রক্সি দেন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খোঁজ নিয়ে জানতে পারে, তার নাম শেখ আবু হানিফ। তিনি ৩৮তম বিসিএসের ননক্যাডার কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে সাড়ে ৪৪ লাখ টাকার বার্মিজ মদ ও সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে হাসানী নদভীকে নিয়ে সেমিনার