ভরাট করা পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ

সাত জনের বিরুদ্ধে মামলা ।। আগ্রাবাদ আবিদের পাড়া

আজাদী প্রতিবেদন  | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন শাহআলম কন্ট্রাক্টরের বাড়িতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ভরাট করা পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মামলার আসামিরা হলেন আমির আহাম্মদ (৬৫), আহাম্মদ হোছন (৬৩), মোহাম্মদ হোসেন (৬০), আবদুল হাকিম (৫৭), নুরজাহান বেগম (৫০), ছুফিয়া খাতুন (৪৮) এবং বিবি জুলেখা (৪০)। মামলার আসামিরা পরস্পর একই পরিবারের চার ভাই, দুই বোন এবং তাদের ভাবী। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি আগ্রাবাদ আবিদের পাড়া এলাকার শাহ আলম কন্ট্রাক্টরের বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল। এসময় পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের সত্যতা পাওয়ায় ১৬ জানুয়ারি শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয় অভিযুক্তদের। পরে এ নিয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কের উন্নতি চায় পাকিস্তান, ক্ষমা চাওয়ার শর্ত ঢাকার
পরবর্তী নিবন্ধখসড়া ডেটা সুরক্ষা আইন নিয়ে উদ্বেগ দেখালেন পিটার হাস